Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাজশাহী সিটি নির্বাচন : মনোনয়নপত্র জমা দিলেন লিটন

রাজশাহী সিটি নির্বাচন : মনোনয়নপত্র জমা দিলেন লিটন | প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৮, ৪:১৬ পিএম

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।

বৃহস্পতিবার দুপুরে উৎসবমুখর পরিবেশে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে ১৪ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এই মনোনয়নপত্র জমা দেন।

লিটন সাংবাদিকদের বলেন, “গত পাঁচ বছরে কোনো উন্নয়ন না হওয়ায় নগরবাসী এখন পরিবর্তন চাইছে। এর আগে আমার সময়ের উন্নয়নের কথা মাথায় রেখে নগরবাসী আরেকবার আমাকে নগরপিতা হিসেবে বেছে নেবেন বলে আমি আশা করি।”

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে লিটন তার বাবা শহীদ এএইচএম কামারুজ্জামানের কবর ও শাহমুখদুমের মাজার জিয়ারত করেন।
নগর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান বাদশা, মাহফুজুর রহমান লোটন, নওশের আলী, নগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, নগর জাসদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শিবলী লিটনের সঙ্গে ছিলেন।

তফসিল অনুসারে বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। আগামী ১ ও ২ জুলাই মনোনয়নপত্র যাচাই-বাছাই আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ জুলাই।

আগামী ৩০ জুলাই সিটি করপোরেশনটিতে ভোটগ্রহণের কথা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ