ইউক্রেনের এক-তৃতীয়াংশ সেনার আত্মসমর্পণ

লুহানস্ক পিপলস রিপাবলিকের (এলপিআর) লিসিচানস্কের কাছে ইউক্রেনের সামরিক বাহিনীর এক তৃতীয়াংশ সদস্য ইতিমধ্যে আত্মসমর্পণ করেছে।
ইনকিলাব ডেস্ক : ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন অভিযোগ করেছে, জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি গত সোমবার রাত থেকে কার্যকর হওয়া সত্ত্বেও সউদি যুদ্ধবিমানগুলো গোটা ইয়েমেনে হুতিসহ বেসামরিক মানুষদের অবস্থানের ওপর বোমা হামলা অব্যাহত রেখেছে। হুতি পরিচালিত আল-মাসিরাহ টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, সউদি ভাড়াটে বাহিনী উত্তর ইয়েমেনের সা’দা প্রদেশের জাওয়াফ, মারি’ব’এর আবাসিক এলাকাগুলোর ওপর রকেট হামলা চালাচ্ছে। এ ছাড়া, তা’য়েজ প্রদেশেও একই হামলা হচ্ছে বলেও জানানো হয়। একমাত্র সোমবারেই ৩৯ দফা যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।