Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বুটজোড়া তুলেই রাখলেন মার্কুয়েজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৮, ৪:৫৫ এএম | আপডেট : ৫:১২ এএম, ৪ জুলাই, ২০১৮

অনেকটা অনুমিতই ছিল, এবার সেটা পেল পরিণতি। ফুটবল থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত জানিয়েছেন মেক্সিকো অধিনায়ক রাফায়েল মার্কুয়েজ। সবচেয়ে বেশি ৫টি বিশ্বকাপ খেলার রেকর্ডও গড়েছেন তিনি। শুধু তাই নয়, দলের নেতৃত্বেও ছিলেন ৪ আসরেই।

গত সোমবার ব্রাজিলের কাছে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে হেরে যাওয়ার পরই নিজের অবসরের সিদ্ধান্ত জানান টানা পাঁচটি বিশ্বকাপ খেলা মার্কুয়েজ। বিশ্বকাপে মেক্সিকোর বিদায় নিশ্চিত হওয়ার পরে তিনি এই সিদ্ধান্ত জানালেও, বিশ্বকাপ শুরুর প্রায় তিন মাস আগেই ঠিক করে রেখেছিলেন বিশ্বকাপ শেষেই তুলে রাখবেন নিজের প্রিয় বুটজোড়া।

গত এপ্রিলে নিজের অবসরের প্রাথমিক সিদ্ধান্ত জানিয়েই রাশিয়ায় বিশ্বকাপ খেলতে এসেছিলেন তিনি। ম্যাচ শেষে নিজের অবসরের কথা জানাতে গিয়ে মার্কুয়েজ জানান অবসর নিলেও, ফুটবলের সাথেই জড়িত থাকবেন তিনি। সংবাদ মাধ্যমে তিনি বলেন, ‘আমার মনে হয় এখন আমার নিজের জন্যও কিছু সময় বের করা উচিৎ। টানা ২২ বছর অবিচ্ছিন্নভাবে জড়িত ছিলাম। তাই নিশ্চিতভাবেই বলে দেয়া যায় যে আমার ভবিষ্যৎ জীবনটাও ফুটবল কেন্দ্র করেই ঘুরবে।’

১৯৯৬-৯৭ মৌসুমে ফুটবল ক্যারিয়ার শুরু করা মার্কুয়েজ দ্রুতই পেয়ে যান মেক্সিকো ফুটবল দলের অধিনায়কের দায়িত্ব। ২০০২ সালে নিজের প্রথম বিশ্বকাপেই দলকে নেতৃত্ব দিয়েছিলেন। এরপর ২০০৬, ২০১০, ২০১৪ ও ২০১৮ সালের বিশ্বকাপে অধিনায়কের দায়িত্ব পালন করেন। তিনি ফুটবলার হিসেবে পাঁচটি বিশ্বকাপের অধিনায়কত্ব করার রেকর্ড গড়েন তিনি।

eyU‡Rvov Zz‡jB ivL‡jb gvK©y‡qR

†¯úvU©m †W¯‹ : AbywgZB wQj, Gevi †mUv †cj cwiYwZ| dzUej †_‡K Aemi †bqvi wm×všÍ Rvwb‡q‡Qb †gw·‡Kv AwabvqK ivdv‡qj gvK©z‡qR| me‡P‡q †ewk 5wU wek¦Kvc †Ljvi †iKW©I M‡o‡Qb wZwb| ïay ZvB bq, `‡ji †bZ…‡Z¡I wQ‡jb 4 Avm‡iB| †mvgevi eÖvwR‡ji Kv‡Q wØZxq ivD‡Ûi g¨v‡P †n‡i hvIqvi ciB wb‡Ri Aem‡ii wm×všÍ Rvbvb Uvbv cvuPwU wek¦Kvc †Ljv gvK©z‡qR| wek¦Kv‡c †gw·‡Kvi we`vq wbwðZ nIqvi c‡i wZwb GB wm×všÍ Rvbv‡jI, wek¦Kvc ïiæi cÖvq wZb gvm Av‡MB wVK K‡i †i‡LwQ‡jb wek¦Kvc †k‡lB Zz‡j ivL‡eb wb‡Ri wcÖq eyU †Rvov|

MZ GwcÖ‡j wb‡Ri Aem‡ii cÖv_wgK wm×všÍ Rvwb‡qB ivwkqvq wek¦Kvc †Lj‡Z G‡mwQ‡jb wZwb| g¨vP †k‡l wb‡Ri Aem‡ii K_v Rvbv‡Z wM‡q gvK©z‡qR Rvbvb Aemi wb‡jI, dzUe‡ji mv‡_B RwoZ _vK‡eb wZwb| msev` gva¨‡g wZwb e‡jb, ÔAvgvi g‡b nq GLb Avgvi wb‡Ri Rb¨I wKQz mgq †ei Kiv DwPr| Uvbv 22 eQi Awew”Qbœfv‡e RwoZ wQjvg| ZvB wbwðZfv‡eB e‡j †`qv hvq †h Avgvi fwel¨r RxebUvI dzUej †K›`Ö K‡iB Nyi‡e|Õ

1996-97 †gŠmy‡g dzUej K¨vwiqvi ïiæ Kiv gvK©z‡qR `ªæZB †c‡q hvb †gw·‡Kv dzUej `‡ji Awabvq‡Ki `vwqZ¡| 2002 mv‡j wb‡Ri cÖ_g wek¦Kv‡cB `j‡K †bZ…Z¡ w`‡qwQ‡jb| Gici 2006, 2010, 2014 I 2018 mv‡ji wek¦Kv‡c Awabvq‡Ki `vwqZ¡ cvjb K‡ib| wZwb dzUejvi wn‡m‡e cvuPwU wek¦Kv‡ci AwabvqKZ¡ Kivi †iKW© M‡ob wZwb|



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ