Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কোটা আন্দোলনের সমর্থনে শিক্ষার্থীদের মিছিল

ঢাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৮, ১২:৪২ পিএম
চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করা হচ্ছে। বৃহস্পতিবার আন্দোলনকারী শিক্ষার্থীদের এ কর্মসূচি পালন করতে দেখা গেছে। 
 
পূর্ব ঘোষণা অনুযায়ী কোটা সংস্কার আন্দোলনকারীরা বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় রোকেয়া হল থেকে মিছিল বের করে। এ সময় তারা মিছিল নিয়ে শামসুন্নাহার হলের গেটের সামনে গিয়ে অবস্থান নেন। বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
 
শামসুন্নাহার হলের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ওই হল ছাত্রলীগের সভাপতি জিয়াসমিন শান্তা ও সাধারণ সম্পাদক নিপু তন্বীর বিরুদ্ধে।
 
শামসুন্নাহার হলের আবাসিক একাধিক শিক্ষার্থী এই অভিযোগ করেছেন।
 
এদিকে, ক্যাম্পাসে অস্থিতিশীলতার বিরুদ্ধে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য তানভীর হাসান সৈকতের নেতৃত্বে সকাল সাড়ে ১০টা থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করা হয়।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার

২৭ আগস্ট, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ