Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফেলনা নয় সুইডেন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৮, ৫:২৮ পিএম

ইংল্যান্ডের সাবেক কোচ ভেন গোরান এরিকসন সতর্ক করে দিয়েছেন, যাতে সুইডেনকে সহজভাবে না নেয়া হয়। সুইডেন দলটি কোনো তারকা নির্ভর না হয়ে পুরো দল ঐকবদ্ধভাবে খেলে বলে তাদের বিপক্ষে খেলা সহজ নয় বলে মন্তব্য করেন এরিকসন।

তিনি বলেন, ‘সুইডেনে হয়তো হ্যারি কেইন, স্টার্লিং বা নেইমারের মতো খেলোয়াড় নেই কিন্তু তারা দলগতভাবে খেলে। তারা একসাথে সব করে এবং অনেক খেটে খেলে। তাদেরকে ছোট করে দেখার সুযোগ নেই।’

এ সময় এরিকসন বর্তমান ইংলিশ দলের ভালো সম্ভাবনার ব্যাপারে বলেন, ‘কয়েক সপ্তাহ আগেও আমি বলেছিলাম এই ইংল্যান্ড দল অনেকদূর যেতে পারবে। তরুণ খেলোয়াড়দের মধ্যে সাফল্যের তীব্র ক্ষুধা রয়েছে। তারা এখনো পর্যন্ত দুর্দান্ত খেলেছে।’

শেষ আটের লড়াইয়ে আগামী ৭ জুলাই মাঠে নামবে ইংল্যান্ড ও সুইডেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ