Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় ব্রিক ফিল্ড মালিক গ্রেফতার

বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৮, ১২:০৮ এএম

বানারীপাড়ায় মাহিম ও এডিবি ব্রিক ফিল্ডের মালিক ও ঠিকাদার নূরুল ইসলামকে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে পুলিশ পৌর এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে। পরিবারের দাবী পাওনা টাকা চাওয়ায় চাঁদাবাজীর মিথ্যা মামলা দায়ের করে তাকে গ্রেফতার করা হয়েছে। ওসি তদরু মো. ফারুক খান জানান, সৈয়দকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধা ওই মামলা দয়ের করেছেন। এদিকে নুরুল ইসলামের স্ত্রী মুবিনা আক্তার ও ভাই বাবুল গোমস্তা জানান, আনোয়ার হোসেন মৃধার সঙ্গে যৌথভাবে গুয়াচিত্র এলাকার দোসতীনা মাদ্রাসার সামনে একটি সড়কে ঠিকাদারী কাজ করেন। প্রথম বিল তুলে কিছু টাকা দিলেও চুড়াস্ত বিল উত্তোলন করে সব টাকা নিয়ে যায় আনোয়ার মৃধা। ওই কাজে ইট ও নগদ টাকা দেওয়া বাবদ আনোয়ার মৃর্ধার কাছে ১১ লাখ ৫০ হাজার টাকা পাওনা আছে। ঔই টাকা চাইলে ৩/৪ বছর ধরে বলছে হিসাবে বসতে হবে। কিন্তু সে বার বার তারিখ করেও হিসেবে বসে না। স¤প্রতি বানারীপাড়া বাজারে বসে টাকা চাইলে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এরপরই সে উল্টো চাঁদাবাজী মামলা দায়ের করেছে। পুলিশ নুরুল ইসলামকে আদালতে প্রেরন করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাঁদাবাজি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ