Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামের বিজয় প্রয়োজন -মুফতী সৈয়দ ফয়জুল করীম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৮, ১২:০৪ এএম

স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ইসলামী শাসন প্রতিষ্ঠিত না থাকায় মানুষের অধিকার সর্বত্র ভুলুণ্ঠিত হচ্ছে। দেশে মানুষের অধিকার বলতে কিছু নেই। সর্বত্র এক অরাজকতা বিরাজ করছে। মানুষ তাদের অধিকার ফিরে পেতে মরিয়া হয়ে উঠছে। শাসক শ্রেণিও মানুষের অধিকারের কথা বলে বিভিন্ন ওয়াদা ও কথার ফুলঝুড়ি ঝরাচ্ছে। কিন্তু মানুষের সাংবিধানিক অধিকার লুন্ঠিত হচ্ছে বার বার। তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার যখন থাকে না, তখন শাসক শ্রেণি মানুষকে নাচের পুতুল মনে করে।
গতকাল বিকেলে মাদারীপুরের ঈদগাহ ময়দানে আয়োজিত বিশাল ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী। এছাড়া জেলার অন্যান্য ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ