Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক জালাল

| প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৮, ১২:০১ এএম


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহে কোষাধ্যক্ষ হিসেবে যোগদান করলেন প্রফেসর মো. জালাল উদ্দিন। প্রেসিডেন্টের আদেশক্রমে আগামী চার বছরের জন্য তিনি এ নিয়োগ পেলেন। প্রফেসর জালাল উদ্দিন ২০১৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে সিলেকশন গ্রেডের প্রফেসর হিসেবে অবসরে যান। শিক্ষা জীবনে তিনি রাবি থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি নেন। পরবর্তীতে স্কলারশিপ পেয়ে তিনি ইংল্যান্ডের রিডিং ইউনিভার্সিটি থেকে উচ্চরত ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৮১ সালে প্রভাষক হিসেবে যোগদান করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক নেতা ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহবায়কের দায়িত্ব পালন করেন তিনি। এছাড়াও রাবিতে সিন্ডিকেট, সিনেট সদস্য ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের মহাসচিবের মত গুরুত্বপূর্ন দায়িত্ব সফলতার সাথে পালন করেন। ওয়ান ইলেভেনের সময়ে তৎকালীন কারাবন্দী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তির আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক আন্দোলনে নেতৃত্ব দেন প্রফেসর জালাল উদ্দিন। অতীত কর্মজীবনের সততা, নিষ্ঠা ও দক্ষতা এবং অভিজ্ঞতা দিয়ে নতুন কর্ম প্রতিষ্ঠানে ভূমিকা রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্ববিদ্যালয়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ