Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

তুরস্কে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ২৪, আহত শতাধিক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৮, ১০:৪৫ এএম | আপডেট : ৩:৪২ পিএম, ৯ জুলাই, ২০১৮

 

তুরস্কের উত্তর-পশ্চিম অঞ্চলে প্রচন্ড ঝড়ে ভূমিধস ও ইস্তাম্বুলগামি একটি ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত হয়েছেন ২৪ জন। এতে আহত হয়েছেন শতাধিক মানুষ। দেশটির স্বাস্থ্যমন্ত্রী আহমেদ ডেমিরিকান সংবাদ মাধ্যমকে এ কথা জানিয়েছেন। এতে বলা হয়, রোববার এ ঘটনা ঘটে। একই তথ্য দিয়েছেন দেশটির উপ প্রধানমন্ত্রী রিসেপ আকডাগ। তিনি জানান অনুসন্ধান এবং পুনরুদ্ধার প্রচেষ্টা কিছুটা বাধাগ্রস্ত হয়ে হয়ে পড়ে সোমবার সকালে।
দুর্ঘটনার সময় ট্রেনটিতে ৩৬২ জন যাত্রী ছিলেন। টেলিভিশনের ছবিতে কিছু ওয়াগন রেল লাইনের পাশে পড়ে থাকতে দেখা যায় এবং জরুরি উদ্ধারকারী দলের লোকদের ঘটানাস্থলে পৌঁছাতে দেখা যায়। দুঘটনাস্থল থেকে বেঁচে যাওয়া এক যাত্রী সিএনএনকে বলেন, তিনি ১০টিরও অধিক মৃতদেহ দেখতে পেয়েছেন। সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে ভুমিধসের পরে একটি উপশহরীয় ট্রেন দুর্ঘটনার শিকার হয়। দুর্ভাগ্যবশত এতে প্রচুর হতাহতের খবর পাওয় যায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্কে ট্রেন লাইনচ্যুত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ