Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার ২৭ জুন ২০১৯, ১৩ আষাঢ় ১৪২৬, ২৩ শাওয়াল ১৪৪০ হিজরী।

আইডিবির এপিআইএফ ফান্ডে এসআইবিএলের বিনিয়োগ

| প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)- এর আওকাফ প্রোপার্টিজ ইনভেস্টমেন্ট ফান্ডে (এপিআইএফ) বিনিয়োগ করেছে। এপিআইএফ ইসলামী শরীআ’হ- এর মূলনীতি অনুযায়ী আইডিবির সদস্যভূক্ত দেশ এবং অন্যান্য দেশের মুসলমানদের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যে ওয়াক্ফ সম্পদ উন্নয়নে আর্থিক বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করে। এ বিনিয়োগে এপিআইএফের মাধ্যমে দেশে নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে। বর্তমানে আইডিবি’র সদস্য দেশ সৌদি আরব, কুয়েত, মিশর, ইরান, বাহরাইন, জর্দান, প্যালেস্টাইন এবং মালয়েশিয়া এপিআইএফ- এ বিনিয়োগ করেছে। আইডিবি-এর বেসরকারী খাতের বহুপাক্ষিক আর্থিক উন্নয়ন সংস্থা আইসিডি- এর অংশ হিসেবে ঘনিষ্ঠভাবে কাজ করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে সোশ্যাল ইসলামী ব্যাংক এপিআইএফ- এ বিনিয়োগ করেছে। এতে এসআইবিএল- এর ব্যবসা আরও একধাপ সম্প্রসারিত হলো। -বিজ্ঞপ্তি 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ