Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফের বিজেপি সভাপতি হলেন অমিত শাহ

প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কোনো রকম বিরোধিতা ছাড়াই দ্বিতীয় বারের জন্য ভারতীয় জনতা পার্টি (বিজেপি)র সভাপতি নির্বাচিত হয়েছেন অমিত শাহ। গতকাল থেকেই বিজেপি সভাপতি হিসেবে তার দ্বিতীয় মেয়াদ শুরু হয়েছে। অমিত শাহর চলতি মেয়াদ গত শনিবার শেষ হয়। তার নতুন মেয়াদে তিনি ২০১৯ সাল পর্যন্ত পুরো তিন বছর সভাপতির পদে থাকবেন। দলীয় সূত্র জানায়, তার পুনঃনির্বাচন কার্যত একটি আনুষ্ঠানিকতা। নরেন্দ্র মোদি ও স্বরাষ্টমন্ত্রী রাজনাথ সিংসহ বিজেপির ২০জন নেতা এ দিন সভাপতি পদের জন্য অমিতের নাম প্রস্তাব করেন। ২০১৪ সালের মে মাসে রাজনাথ সিং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেয়ায় দলের সভাপতির পদ খালি হওয়ার অমিত শাহকে সভাপতি পদের ভার দেয়া হয়। অমিত শাহ শনিবার রাজনাথ সিংয়ের অবশিষ্ট মেয়াদ পূর্ণ করেন। তাকে স্বাগত জানাতে আগামী বৃহস্পতিবার বিজেপির সংসদীয় দল বৈঠকে বসবে। সূত্র : জি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফের বিজেপি সভাপতি হলেন অমিত শাহ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ