Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নিউ ভিশন ড্রিংকিং ওয়াটার বন্ধ

অবৈধভাবে ব্যবসা

বিশেষ সংবাদদাতা : | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

 অবৈধভাবে ব্যবসা ও মেয়াদহীন পানি বিক্রির অভিযোগে ধানমন্ডির নিউ ভিশন ড্রিংকিং ওয়াটার পানির কারখানা সাময়িক বন্ধ করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ৬০টি পানির জার স্পটে ধ্বংস করা হয়। গতকাল সোমবার রাজধানীর ধানমন্ডির এলাকায় এ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানের খবর পেয়ে কারখানার মালিক ও শ্রমিকরা পালিয়ে যায়। অভিযান সার্বিক তদারকি করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। এপিবিএন-১-এর সহযোগিতায় অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল। তিনি বলেন, ধানমন্ডি এলাকার নিউ ভিশন ড্রিংকিং ওয়াটার বাজারে যেসব পানির জার সরবরাহ করছে তার গায়ে উৎপাদনের তারিখ নেই। এছাড়া লাইসেন্স ছাড়াই অবৈধভাবে ব্যবসা করছে প্রতিষ্ঠানটি। অবৈধভাবে ব্যবসা করায় পানির কারখানাটি সাময়িক বন্ধ করা হয়েছে এবং একইসঙ্গে তাদের ৬০টি পানির জার স্পটে ধ্বংস করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওয়াটার

১১ নভেম্বর, ২০১৬
১০ অক্টোবর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ