Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

তুরস্কের নতুন ভাইস প্রেসিডেন্ট ফুয়াত

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

 প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর নতুন প্রেসিডেন্সিয়াল সরকারের ১৬জন মন্ত্রী ও ভাইস প্রেসিডেন্টের নাম ঘোষণা করেন তুর্কি প্রেসিডেন্ট। তুরস্কের নতুন ভাইস প্রেসিডেন্ট হয়েছেন ফুয়াত উকতাই। নব নিযুক্ত ভাইস প্রেসিডেন্ট পদে ফুয়াত উকতাই এর আগে প্রধানমন্ত্রীর সহকারী সচিব ছিলেন। ১৯৬৪ সালে তুরস্কের আনাতোলিয়ায় জন্মগ্রহণ করেন ফুয়াত উকতাই। ১৯৮৫ সালে তিনি চুকোরোভা ইউনিভার্সিটি থেকে ব্যাচেলরস ইন ডিগ্রি লাভ করেন। ১৯৯০ সালে তিনি যুক্তরাষ্ট্রের ওয়েন স্ট্যাট ইউনিভার্সিটি থেকে ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিজনেসে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত ওকতাই টার্কিশ এয়ারলাইয়েন্সে ডেপুটি ডিরেক্টর জেনারেলের দায়িত্ব পালন করেছেন। ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রধান হিসেবে নিয়োজিত ছিলেন। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ