Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে রিপ্লেসমেন্ট বাড়ানো জরুরি-হাব কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজযাত্রীদের রিপ্লেসমেন্ট সংখ্যা বাড়ানো জরুরী হয়ে পড়েছে। সংশ্লিষ্ট হজ এজেন্সি’র প্রয়োজন অনুযায়ী হজযাত্রী রিপ্লেসমেন্ট করা না হলে যাত্রী’র সংখ্যা কমে যাবে। এতে চলতি বছর নির্ধারিত হজ কোটা অপূরণীয় থেকে যাবে। উল্লেখ্য, অসুস্থতা, মৃত্যুজনিত এবং অন্যান্য কারনে হজযাত্রী রিপ্লেসমেন্ট ৪% এর পরিবর্তে এবার ২০% দেয়ার জোড়ালো দাবী উঠেছে। আগ্রহী হজযাত্রী অপেক্ষামান থাকার পরেও রিপ্লেসমেন্ট বৃদ্ধি না করায় হজে যেতে না পারায় বরাদ্দকৃত হজ কোটা খালি থাকা কোনো ক্রমেই সমিচীন হবে না। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রæত এজেন্সি’র প্রয়োজনীয় রিপ্লেসমেন্ট করার সুযোগ দেয়ার জন্য গতকাল হাবের মহাসচিব এম শাহাদাত হোসাইন তসলি ধর্ম সচিব মো: আনিছুর রহমানের কাছে লিখিত প্রস্তাব প্রেরণে করেছেন। এছাড়া বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ ড. আব্দুল্লাহ আল নাসের সম্প্রতি হজযাত্রী রিপ্লেসমেন্ট ৪% এর স্থলে ২০% বৃদ্ধির জোর দাবী জানিয়েছিলেন। অন্যথায় এবার নির্ধারিত হজ কোটা থেকে প্রায় ১৩ হাজার কোটি খালি থাকার আশঙ্কা রয়েছে।



 

Show all comments
  • সারওয়র আলম ১২ জুলাই, ২০১৮, ৫:৫৯ পিএম says : 0
    আমার রিপ্লেসমেন্ট এখনো হইনি ট্রাবেল্সের মালিক বলছেন হবে এই কথাচাপা ততটুকু সত্য জান্তে চাচ্ছি
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ