Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

শেরপুরে মাদ্রাসা সুপার ও শিক্ষকদের লাঞ্চিত করার প্রতিবাদে জমিয়াতুল মোদার্রেছীনের সভায় কর্মসূচী ঘোষনা

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৮, ৪:৪৩ পিএম | আপডেট : ৪:৫২ পিএম, ১৭ জুলাই, ২০১৮

শেরপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী চৈতনখিলা মাদ্রাসার সম্মানিত সুপার মাও: মো: আইন উদ্দিন সাহেবসহ শিক্ষকদের লাঞ্চিত ও অপমান করার প্রতিবাদে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন, শেরপুর সদর উপজেলা শাখা এক সভা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ১৬ জুলাই সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন শেরপুর সদর উপজেলা শাখার সভাপতি জনাব অধ্যক্ষ মাও: মো; নবী হোসেন। সভায় শেরপুর সদর উপজেলার সকল মাদ্রাসার প্রধানগণ উপস্থিত ছিলেন। এ ছাড়াও শেরপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাও: নুরুল আমিন, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক সাংবাদিক মো: মেরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্বমাও: মো: আব্দুর রাজ্জাক, শ্রীবরদী ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: আব্দুল হালিম, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: মো: ফজলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মাও: মো: শরাফত আলী। সভায় সাবেক সভাপতি ও সন্ত্রাসী আবুল কালাম কর্তৃক ঐতিহ্যবাহী চৈতনখিলা মাদ্রাসার সুপার মাও: মো: আইন উদ্দিনসহ শিক্ষকদের লাঞ্চিত ও অপমান করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আবুল কালামকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করা হয়। আবুল কালামের কাছ থেকে মাদ্রাসার সকল মালামাল উদ্ধারের জন্যও দাবী করা হয়। একই সাথে আবুল কালামের গ্রেফতার দাবীতে আগামী ১৯-০৭-২০১৮ ইং তারিখ দুপুর ১২টায় সদর উপজেলার সকল মাদ্রাসায় স্ব স্ব প্রতিষ্ঠানে মানব বন্ধন কর্মসূচী পালন ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রতিনিধি দলের সাক্ষাত করে দাবী উথ্থাপন ২১-০৭-২০১৮ ইং তারিখের মধ্যে কালামকে গ্রেফতার করা না হলে আগামী ২২-০৭-২০১৮ ইং তারিখে সদর উপজেলা পরিষদের সামনে উপজেলার সকল শিক্ষক-কর্মচারীরা একত্রিত হয়ে মানব বন্ধন কর্মসূচী পালন ও স্মারক লিপি প্রদান এবং ওই সভা থেকে পরবর্তী কর্মসুচী ঘোষনা করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমিয়াতুল মোদার্রেছীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ