Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিনেমায় সালমার এক গানের চার সুর

প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : সঙ্গীতশিল্পী সালমার এক গানে চার ধরনের সুর করে সিনেমায় ব্যবহার করা হবে। ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় ‘মোর বানিয়া বন্ধুরে একটা তাবিজ বানায়া দে একটা মাদুলি বানায়ে দে/ওরে মরিয়া গিয়াছে, বিয়ার সোয়ামি স্বপনে আইসে’ গানটি গেয়ে সালমা জনপ্রিয়তা পেয়েছিলেন। তার এই গান থেকে চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছেন মনোয়ার খোকন। সিনেমার নাম দিয়েছেন একটা মাদুলি বানায়া দে। গত ১ ফেব্রæয়ারি থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এতে অভিনয় করছেন নবাগত জুটি ইকবাল মাহমুদ ও রাকা। ছটকু আহমেদের গল্পে নির্মাণাধীন এই সিনেমায়ই সালমার গাওয়া গানটি চার রকম সুরে ব্যবহার করা হবে। মিল্টন খন্দকারের সঙ্গীতায়োজনে গানগুলোর রেকর্ডিং শেষ হয়েছে। গানটি চারটি সুরে নতুন করে কম্পোজ করা হয়েছে। একই কথায় এক সিনেমায় চারটি গান দেখতে পাবে দর্শক। রাজধানীর বিসটেক স্টুডিওতে গানগুলোতে কণ্ঠ দিয়েছেন গীতিকাব্য চর্চা কেন্দ্রের কয়েকজন শিক্ষার্থী। মনোয়ার খোকন বলেন, গ্রামীণ পটভ‚মির একটি গল্প নিয়ে নির্মাণ শুরু করেছি একটা মাদুলি বানায়া দে। এরইমধ্যে সিনেমাটির বেশিরভাগ কাজ শেষ করেছি। এতে মোট ছয়টি গান রয়েছে। এরমধ্যে চারটি গানই থাকছে একই কথার। এক কথার হলেও সুর হবে চার ধরনের। গান ছাড়াও এতে আরো অনেক নতুনত্ব দেখবে পাবে দর্শক। এই প্রথম একসঙ্গে কাজ করলেন মমতাজ ও শফিক তুহিন
স্টাফ রিপোর্টার : দীর্ঘদিন ধরে জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজ এবং গীতিকার, সুরকার ও গায়ক শফিক তুহিন সঙ্গীতাঙ্গনে কাজ করছেন। কিন্তু এখনও তাদের একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি। সম্প্রতি প্রথমবারের মতো একসঙ্গে কাজ করলেন তারা। তবে কোন দ্বৈত গান নয়। শফিক তুহিনের সুরে গান গেয়েছেন মমতাজ। তিনটি গান দিয়ে সাজানো হয়েছে মমতাজের নতুন অ্যালবাম। গানগুলোর কথা লিখেছেন শফিক তুহিন, মাহমুদ জুয়েল এবং আবু সায়েম চৌধুরী। গানগুলোর সঙ্গীতায়োজন করেছেন জেকে এবং রেজয়ান শেখ। গত ১১ এপ্রিল গানগুলোর রেকর্ডিং সম্পন্ন হয়। নাম ঠিক না হওয়া এই অ্যালবামটি বাজারে আনছে লাইভ টেকনোলজি নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান। মমতাজ বলেন, শফিক তুহিন একজন অভিজ্ঞ এবং গুণী সুরকার ও গীতিকার। আগে কখনো একসঙ্গে কাজ করা না হলেও, প্রথমবারের মতো যে আমাদের একসঙ্গে কাজ করা হচ্ছে এজন্য ভালো লাগছে। আশা করি, শ্রোতাদেরও গানগুলো ভালো লাগবে। শফিক তুহিন বলেন, ফোক গানে মমতাজের কোন তুলনা চলে না। সত্যিকার অর্থেই সে এই ধাঁচের গানে অনন্য। প্রথমবারের মতো আমরা একসঙ্গে কাজ করলাম। অনেক ভালোলাগা কাজ করছে। এখন শ্রোতাদের গানগুলো ভালো লাগলেই আমার ভালোলাগাটা পূর্ণতা পাবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিনেমায় সালমার এক গানের চার সুর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ