Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

কাঁকন বিবি চরিত্রে অভিনয় করবেন সিমলা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ২০টির মতো অপারেশনে অংশ নেন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত কাঁকন বিবি। এই সাহসী নারীকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন শহিদুল হক খান। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী সিমলা। সম্প্রতি এফডিসির ৮ নম্বর ফ্লোরে এস এইচ প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য সিনেমটির মহরত অনুষ্ঠিত হয়। শহিদুল হক খান বলেন, কাঁকন বিবির চরিত্রে সিমলাকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। খাসিয়া স¤প্রদায়ের মেয়ে ছিলেন কাঁকন। তার চেহারার সঙ্গে অনেকটা মিল রেখেই অভিনেত্রী পছন্দ করা হয়েছে। তিনি জানান, জুলাইয়ের শেষ সপ্তাহে শূটিং শুরু হবে। বেশির ভাগ দৃশ্যায়ন হবে সুনামগঞ্জে। তবে কিছু অংশের শূটিং পুবাইলেও হতে পারে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সিমলাসহ অন্য শিল্পীদের সঙ্গে উপস্থিত ছিলেন কাঁকন বিবির মেয়ে সখিনা, কবি হাসান হাফিজ ও পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। সভাপতিত্ব করেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। একাত্তরে নিখোঁজ স্বামীর সন্ধানে বের হয়ে কাঁকন বিবি ধরা পড়েন পাকবাহিনীর হাতে। শিকার হন নিষ্ঠুর নির্যাতনের। পরবর্তীতে ছাড়া পেয়ে যুক্ত হন স্বাধীনতার সংগ্রামে। শুরুতে পাকবাহিনীর বিপক্ষে মুক্তিবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করেন। পাশাপাশি সম্মুখযুদ্ধে অংশ নেন। কাঁকন বিবি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য, সংলাপ ও সংগীত পরিচালনাও করছেন শহিদুল হক খান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ