Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

পাইলটবিহীন যুদ্ধবিমান তুরস্কের

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

আন্তর্জাতিক মহলে উত্তাপ ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে ব্যস্ত বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। এ লক্ষ্যে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো একর পর এক মারণাস্ত্র তৈরি করে যাচ্ছে। তারই জের ধরে ২০২৩ সালের মধ্যে নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম পাইলটবিহীন যুদ্ধবিমান আকাশে উড়াব তুরস্ক। আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধবিমানের নাম এখনও ঠিক করা না হলেও তুরস্কের সেনাবাহিনীকে এই বিমান সরবরাহ করবে বাইকার মাকিন নামক ইউএভি বা ড্রোন নির্মাণকারী প্রতিষ্ঠান। খবরে বলা হয়, স¤প্রতি এই প্রতিষ্ঠানটি তুরস্কের জন্য প্রথমবারের মতো পাইলটবিহীন যুদ্ধবিমান তৈরির প্রকল্প হাতে নিয়েছে। এ ব্যাপারে পাইলটবিহীন যুদ্ধবিমান নির্মাতা প্রতিষ্ঠান বাইকার মাকিনের প্রধান প্রযুক্তি কর্মকর্তা সেলসুক বাইরাক্তার বলেন, ‘গতানুগতিক যুদ্ধের দিন শেষ। আর এই জন্যই আমাদের প্রতিষ্ঠান পাইলটবিহীন যুদ্ধবিমান তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে। ২০২৩ সালের মধ্যে প্রথম যুদ্ধবিমান আকাশে ওড়াতে সক্ষম হবো বলে আমরা আশা করছি।’ বাইরাক্তার আরও বলেন, ‘তুরস্কের জন্য বিরাট ব্যয়বহুল প্রযুক্তির উন্নয়ন করা খুবই অস্বাভাবিক ব্যাপার। কিন্তু প্রতিরক্ষা শিল্পে সবাই বিরাট উন্নতি দেখতে চায়। ডেইলি সাবাহ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুদ্ধবিমান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ