Inqilab Logo

ঢাকা রোববার, ১৭ জানুয়ারি ২০২১, ০৩ মাঘ ১৪২৭, ০২ জামাদিউস সানী ১৪৪২ হিজরী

শিক্ষার্থীদের সুবিধার জন্যই সপ্তাহে দুই দিন বন্ধ দাবি জাবি শিক্ষক সমিতির

প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

জাবি সংবাদদাতা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সপ্তাহে দুই দিন বন্ধ শিক্ষার্থীদের সুবিধার জন্যই বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শনিবার বিকাল ৪টায় সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এমনটি জানান তারা। শিক্ষক সমিতি দাবি করে, সপ্তাহে দুই দিন বন্ধ বাস্তবায়ন হলে শিক্ষকরা গবেষণা গবেষণা ও শ্রেণী কক্ষে মনোনিবেশ করতে পারবে। এতে বিশ্ববিদ্যালয়ের সেশনজট দূর হবে এবং গতিশীলতা বৃদ্ধি পাবে। সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক বশির আহমেদ লিখিত বক্তব্যে বলেন, দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে দুইদিন ছুটি বলবৎ আছে। সাপ্তাহিক কর্মঘন্টা বাড়ানোর জন্য শিক্ষক সমিতি সপ্তাহে দুই দিন ছুটির সিদ্ধান্ত নিয়েছে। এতে বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে। এছাড়া প্রশাসনিক অফিস ও বিভাগগুলো কর্মঘন্টা বেড়ে ৪০ ঘন্টায় পরিবর্তিত হবে। সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার, অধ্যাপক ফিরোজা হোসেন, অধ্যাপক ফরিদ আহমদ, অধ্যাপক মাফরুহী সাত্তার, অধ্যাপক আবেদা সুলতানা, অধ্যাপক শেখ মনজুরুল হক, অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক আনোয়ার খসরু পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৯ এপ্রিল শিক্ষক সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে বৃহস্পতি, শুক্র এবং শনিবারের মধ্যে যে কোন দুই দিন সকল একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার দাবি জানানো হয়। তখন এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিক্রিয়া জানান। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষার্থীদের সুবিধার জন্যই সপ্তাহে দুই দিন বন্ধ দাবি জাবি শিক্ষক সমিতির
আরও পড়ুন