Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৮, ৯:৫৫ পিএম | আপডেট : ৯:৫৮ পিএম, ২১ জুলাই, ২০১৮

১০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারী শরণার্থীকে আটক করেছে পুলিশ। ২১ জুলাই শনিবার বিকাল ৪ টার সময় টেকনাফের জাদিমোড়া এলাকা হতে ক্রেতা সেজে ১০ হাজার পিচ ইয়াবা সহ উক্ত মহিলাকে আটক করে পুলিশ ।
আটক রোহিঙ্গা নারী হচ্ছে নয়াপাড়া শরণার্থী শিবিরের বি ব্লকের আরিফ উল্লাহ'র স্ত্রী । পুলিশ জানায়, টেকনাফ মডেল থানার ওসি রনজিত কুমার বড়ুয়ার নেতৃত্বে এসআই নাজিম উদ্দিন, এএসআই জয়নাল ,এএসআই মুরাদ ও মহিলা পুলিশ সদস্য মর্জিনা বেগমের সমন্বয়ে পুলিশের একটি টিম হ্নীলার জাদিমোড়া এলাকায় অভিযান চালায়। ১০ হাজার পিস ইয়াবাসহ সেতারা বেগম (২৭) হাতেনাতে ধরা পড়ে। এ সময় বেশ কয়েক জন পাচারকারী পালিয়ে যায় বলে জানান ওসি রনজিত কুমার বড়ুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা নারী আটক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ