দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র-চক্রান্ত চলছে : শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান বলেছেন, দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র-চক্রান্ত চলছে। এজন্য
গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাসের চাপায় জাহাঙ্গীর শেখ (২৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত জাহাঙ্গীর টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুরের ময়ূর আলী শেখের ছেলে।
আজ রোববার সকালে রামচন্দ্রপুরে এ দুর্ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক জানান, সকালে টুঙ্গিপাড়া থেকে ঢাকা যাচ্ছিল টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস। এটি রামচন্দ্রপুরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি চায়ের দোকানে ঢুকে যায়।
এ সময় ওই দোকানের সামনে বসে থাকা জাহাঙ্গীর শেখ বাসের চাপায় গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।