Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সউদীতে স্টিকারবিহীন তিন শতাধিক হাজী বিড়ম্বনার শিকার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

তিন শতাধিক বাংলাদেশী হজযাত্রী স্টিকার বিহীন পাসপোর্ট নিয়ে সউদী আরবে গিয়ে চরম বিড়ম্বনার শিকার হয়েছেন। কতিপয় হজ এজেন্সি’র চরম উদাসিনতা ও গাফলতির দরুণ এই পরিস্থিতির শিকার হয়েছেন নিরীহ হজযাত্রীগণ। স্টিকার বিহীন পাসপোর্টধারী অধিকাংশ বয়োবৃদ্ধ হজযাত্রীগণ জেদ্দা আন্তর্জাতিক হজ টার্মিনালে গিয়ে ইমিগ্রেশন বিভাগে ৮/১০ ঘন্টা আটকে থাকতে হয়েছে। এতে সউদী হজ মন্ত্রণালয় ও মদিনাস্থ আদিল্লা অফিস কড়া প্রতিক্রিয়া জানিয়েছে মক্কাস্থ বাংলাদেশ হজ মিশনকে। গত ২১ জুলাই ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ) এস এম মনিরুজ্জামান অভিযুক্ত ৪টি হজ এজেন্সিকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। পরিচালক হজ মো: সাইফুল ইসলাম জানিয়েছেন, হজের পরে এসব দায়ী হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে শাস্তিমূল ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্ত হজ এজেন্সিগুলো হচ্ছে, মেসার্স আকবর ওভারসীজ (৬১৬) রাজশাহী, মোবাস্বেরা ট্রাভেলস এন্ড ট্যুরস (১০৫৫) পুরানা পল্টন, ক্যাসক্যাড ট্রাভেলস এন্ড ট্যুরস (৭১৪) ও আল সেকেন্দার এন্ড ট্রাভেলস (১৪৬৬)। ক্যাসক্যাড ট্রাভেলস তাদের হজযাত্রী তোজাম্মেল হক ও তার স্ত্রী শেফালীকে দু’টি ভিন্ন বাড়ীতে রেখেছে।
এছাড়া, গতকালও আরো তিনটি হজ এজেন্সি স্টিকার বিহীন পাসপোর্টের মাধ্যমে তাদের হজযাত্রীদের সউদী আরবে নিয়ে গেছে। উল্লেখিত হজ এজেন্সি’র হজযাত্রীরাও চরম হয়রানি ও ভোগান্তির কবলে পড়েছেন। হাব মহাসচিব এম শাহাদাত হোসাইন তসলিম রাতে এ বিষয়টি স্বীকার করেছেন। এ ব্যাপারে রাতেই হাবের পক্ষ থেকে সকল হজ এজেন্সিগুলোকে সর্তকমূলক নোটিশ পাঠানো হয়েছে। রাজকীয় সউদী হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে হজযাত্রীদের মক্কা-মদিনায় ভাড়াকৃত বাড়ী’র ঠিকানা ও মোয়াল্লেম নম্বর সম্বলিত স্টিকার পাসপোর্টে সংযুক্ত করে হজযাত্রীদের সউদী আরবে প্রেরণের নিদের্শ দেয়া হয়েছে। বার বার এ ব্যাপারে এজেন্সিগুলোকে দিকনির্দেশনাও দেয়া হয়েছে। অভিযুক্ত হজ এজেন্সিগুলো উল্লেখিত নিদের্শনা প্রতিপালন না করে হজযাত্রীদের সউদীতে প্রেরণ করায় সউদী কর্তৃপক্ষও হতবাক হন এবং হজযাত্রীগণ চরম দুর্ভোগের শিকার হন। হাব মহাসচিব তসলিম বলেন, হজের পর সউদী কর্তৃপক্ষ অভিযুক্ত এজেন্সিগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারে। তিনি বলেন, গতকাল পর্যন্ত প্রায় ৮০ হাজার হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে। গতকাল গভীর রাত পর্যন্ত প্রায় ৪৪ হাজার হজযাত্রী সউদীতে পৌছেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী হাজী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ