Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

চাকরি স্থায়ীকরণের দাবি

প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

গাইবান্ধা জেলা সংবাদদাতা
নকলনবিসদের চাকরি স্থায়ীকরণ ও ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণার বাস্তবায়নের দাবিতে গতকাল রোববার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা শহরের ডিবি রোডে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। নকলনবিস গাইবান্ধা জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি খাইরুল ইসলাম, কৃষক লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, জেলা দলিল লেখক সমিতির সভাপতি নুরে হাবীব টিটন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মল্লিক, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম ও জেলা নকলনবিস সমিতির সভাপতি মোজাফ্ফর রহমান দুলু প্রমুখ। বক্তারা বলেন, নকলনবিসদের চাকরি স্থায়ীকরণ না হওয়ায় নকলনবিসরা মৃত্যুবরণ করলে পরিবার-পরিজন বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়। তাদের বাড়ি ভাড়া, শিক্ষা, চিকিৎসাসহ নকলনবিসদের মানবেতর জীবনযাপন করতে হয়। তারা নকলনবিসদের যৌক্তিক দাবী মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ