Inqilab Logo

ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট ২০২০, ৩০ শ্রাবণ ১৪২৭, ২৩ যিলহজ ১৪৪১ হিজরী
শিরোনাম

সিলেটে ২ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৮, ৩:৩৫ পিএম

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যালট ছিনতাইয়ের অভিযোগে দু'টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। সোমবার দুপুরে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের শাহ গাজী সৈয়দ বোরহান উদ্দিন (রহ.) মাদ্রাসা (১১৬) ও ২৭ নং ওয়ার্ডের হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৩৪) কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয় বলে জানান সিসিক নির্বাচনের তথ্য কর্মকর্তার দায়িত্বে থাকা প্রলয় কুমার সাহা। হবিনন্দি কেন্দ্রে দখলে নেয়ার চেষ্টা করলে প্রতিবাদ মুখর হয়ে উঠে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। এসময় ব্যাপক ইট পাটকেল নিক্ষেপ হয়। ঘটনাস্থলে পুলিশ বিজিবি অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
জানা যায়, শাহ গাজী সৈয়দ বোরহান উদ্দিন (রহ.) মাদ্রাসা কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ২ শত ২১ জন ও হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ৫ শত ৬৬ জন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিটি নির্বাচন

১ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ