Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অপমান সইতে না পেরে ছাত্রীর আত্মহত্যা

প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

সাভার (ঢাকা)থেকে স্টাফ রিপোর্টার : বেতন ও পরীক্ষার ফি বকেয়া থাকায় শিক্ষকদের অপমান ও লাঞ্ছনার শিকার হয়ে সাভারে চাইল্ড হেভেন স্কুলের দশম শ্রেণীর এক ছাত্রীর আত্মহত্যার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় রোববার দুপুরে দুই শিক্ষককে আটক করে পুলিশ।
স্বজনদের অভিযোগ, শনিবার চার মাসের বেতন বাকি থাকায় সাভারের ভাটপাড়া এলাকার চাইল্ড হ্যাভেন স্কুলের দশম শ্রেণীর ছাত্রী সোনিয়াকে অপমান করে শিক্ষকরা। এমনকি তাকে পরীক্ষা দিতে না দিয়ে স্কুল থেকে বের করে দেয়া হয়। এ অপমান সইতে না পেরে ক্ষোভে দুঃখে আত্মহত্যার পথ বেছে নেয় সে।
পরে রাতে নিহত শিক্ষার্থীর মা ফুলতারা বেগম বাদী হয়ে স্কুলের প্রধান শিক্ষকসহ চারজনের বিরুদ্ধে মডেল থানায় মামলা দায়ের করেন।
প্রাথমিক তদন্তে সত্যতা মেলায় স্কুলের দুই শিক্ষক আফজাল হোসেন শাকিল (৩০) ও আবু রায়হানকে (৩১) গ্রেফতার করা হয়।
এদিকে এ ঘটনার মূলহোতা স্কুলের অধ্যক্ষ কাবুল মিয়াকে আটক করতে পারেনি পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ