নোয়াখালীতে পৃথক সড়ক দূর্ঘটনায় ছাত্রদল সভাপতিসহ নিহত ৩ আহত ৫
সুবর্ণচর ও বেগমগঞ্জ উপজেলায় সড়ক দূর্ঘটনায় ছাত্রদলের সভাপতিসহ ৩ জন নিহত ও ৫ জন আহত
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএমে ভোট হওয়া দুই কেন্দ্রেজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এ এইচ খায়রুজ্জামান লিটন। দুটি কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী লিটন তার প্রধান প্রতিদ্ব›দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের চেয়ে ৯৩৫ ব্যবধানে জয় লাভ করেন। দুই কেন্দ্রে নৗকা প্রতীকের প্রার্থী লিটন পেয়েছে ১৪২৪টি ও ধানের শীষ প্রতীকের প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছে ৪৮৯টি ভোট। গতকাল সোমবার বিকেল ৪টায় ভোট শেষ হওয়ার আধা ঘণ্টার মধ্যে এ ফলাফল ঘোষণা করেন রাজশাহী বি বি হিন্দু একাডেমি-পুরাতন ভবন কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আসলাম উদ্দীন এবং পশ্চিম ভবন কেন্দ্রের প্রিসাইডিং অফিসার। জানা গেছে, রাজশাহী বি বি হিন্দু একাডেমি-পুরাতন ভবন কেন্দ্রে নৌকা প্রতীকে লিটন পেয়েছেন ৬৯১ ভোট। আর ধানের শীষ প্রতীকে ২৬৭ ভোট পেয়েছেন বুলবুল। এ কেন্দ্রের ১৬৩৭ ভোটারের মধ্যে ৯৯১ জন ভোট দিয়েছেন। এছাড়া রাজশাহী বি বি হিন্দু একাডেমি-পশ্চিম ভবন কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৭৩৩ ভোট। আর ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ২২২ ভোট। এ কেন্দ্রের ১৭৪৬ ভোটারের মধ্যে ৯৭৫ জন ভোট দিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।