Inqilab Logo

ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০, ০৯ আশ্বিন ১৪২৭, ০৬ সফর ১৪৪২ হিজরী

জম্মু ও কাশ্মীরে ৫ জন নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

ভারতে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে চারজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোপিয়ান জেলায় সংঘটিত ওই গোলাগুলির ঘটনায় চার জন নিহত হওয়ার ঘটনাটি ঘটে শনিবার। ইন্ডিয়া টাইমস জানিয়েছে, এই চারজনকে নিয়ে গত রাত থেকে চলা অভিযানে নিহতের সংখ্যা দাঁড়াল পাঁচজনে। তল্লাসি চলাকালেই গোলাগুলির ঘটনা ঘটে এবং চার জন মারা যায়। সোপিয়ান এলাকাটি শ্রীনগর থেকে ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত। তল্লাসি শুরু হয়েছিল শুক্রবার রাত থেকে। এই ঘটনায় চার জনের নিহত হওয়ার আগে যে নিহত হয়েছিল, তার লাশ উদ্ধার করা হয়েছে। সোপিয়ানের কিলুরা গ্রাম থেকে তার লাশের কাছে একটি একে-৪৭ বন্দুকও পাওয়া গেছে। এনডিটিভি জানিয়েছে, নিরাপত্তা বাহিনী ওই ব্যক্তিকে উমার মালিক হিসেবে চহ্নিত করেছে। ইন্ডিয়া টাইমস।

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন