Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারিকার অপেশাদার আচরণে প্রযোজকের আর্থিক ক্ষতি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

৬ মাসের জন্য নিষিদ্ধ হলেন মডেল অভিনেত্রী সারিকা। অশিল্পীসুলভ আচরণের জন্য টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস্্ এসোসিয়েশনের প্রযোজক মোহাম্মদ বোরহান খানের আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। যা ১ আগস্ট থেকে কার্যকর হয়েছে। গত ২৮ জুলাই সংগঠনের সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক ইরেশ জাকের, সহ সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন দোদুল, সালিশী কমিটির প্রধান তারেখ মিন্টু ও মীর ফখরুদ্দীন ছোটনসহ আরও অনেকের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। যা পরবর্তীতে সালিশী কমিটির প্রধান তারেখ মিটুর স্বাক্ষরিত একটি আদেশ নামায় বিষয়টি স্পষ্ট হয়। মোহাম্মাদ বোরহান খানের আবেদনের সূত্র ধরে জানা যায়, গত মার্চের ২১ তারিখে তার একটি নাটকের ইউনিট শূটিং করার জন্য নেপাল যাওয়ার কথা। সে মোতাবেক সারিকার সিডিউলও নেয়া হয়। অগ্রীম সম্মানী পূর্বক তাকে পঞ্চাশ হাজার টাকা ও রিটার্ন এয়ার টিকিটসহ তার বাসায় স্ক্রিপ্ট পৌঁছে দেয়া হয়। তিনি নিজে তা গ্রহণ করেন। পরবর্তীতে ফ্লাই করার আগের দিন তার সাথে যোগাযোগ করা হলে তখনও তিনি নেপালে যাওয়ার ব্যাপারে সম্মত ছিলেন ও স্পষ্ট জানিয়ে দেন সময়মত এয়ারপোর্টে পৌঁছে যাব। কিন্তু পরের দিন এয়ারপোর্টে তিনি আসেননি এবং তাকে মুঠোফোনেও পাওয়া যায়নি। অবশেষে তাকে ছাড়াই ইউনিট নেপালের উদ্দেশ্যে রওয়ানা হয়। সারিকা না থাকায় তাকে নিয়ে পরিকল্পনা করা নাটকগুলো করা আর সম্ভব হয়নি। তাকে নিয়ে পরিচালক দীপু হাজরা ও আসাদুজ্জামান আসাদের নাটকগুলো নির্মানের কথা ছিল। পরবর্তীতে প্রযোজক মোহাম্মাদ বোরহান খান দেশে এসে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস্ এসোসিয়েশনে লিখিত আকারে এ অভিযোগপত্র দাখিল করেন। তার অভিযোগের ভিত্তিতে উক্ত সংগঠন ও অ্যাকটরস্্ ইকুইটি নানা মাধ্যমে সারিকার সাথে যোগাযোগ করেও কোন সদোত্তর কিংবা সারা পায়নি। অবশেষে সংগঠনটি এ সিদ্ধান্তে আসতে বাধ্য হয়। এক প্রতিক্রিয়ায় প্রযোজক মোহাম্মদ বোরহান খান বলেন, বিষয়টি আমার জন্য অনেক আর্থিক ক্ষতির কারণ হয়েছে। সারিকার কর্মকাÐে আমি বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম। আমি নিয়মমাফিক তার প্রাপ্য সম্মানি প্রদান করেছি। কিন্তু তিনি তার পেশাগত জায়গায় সৎ ছিলেন না। গত ঈদে অনেক টিভি চ্যানেলে তার অভিনীত নাটক প্রচারের উদ্দেশ্যে জমা দিব বলে কথা দিয়েছিলাম। কিন্তু সেটা না হওয়ায় বেশ অসম্মানিত হয়েছি। তাই এই আদেশ তার বিরুদ্ধে নয় এটি অপেশাদারিত্বের ও তার আচরনের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে সারিকার মতামত জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মডেল

৬ সেপ্টেম্বর, ২০২২
১৬ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ