Inqilab Logo

ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২০, ১২ কার্তিক ১৪২৭, ১০ রবিউল আউয়াল ১৪৪২ হিজরী

ক্রিস প্র্যাটের বিপরীতে হলিউডের ফিল্মে প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার হলিউডের চলচ্চিত্রের তালিকা আরেকটু দীর্ঘ হল। জানা গেছে ‘কাউবয় নিনজা ভাইকিং’ নামের একটি চলচ্চিত্রে তিনি হলিউডের তারকা ক্রিস প্র্যাটের নায়িকা হবেন। ইউনিভার্সাল স্টুডিওর এই বড় বাজেটের চলচ্চিত্রটি বেশ কিছুদিন ধরে আগ্রহের তালিকায় শীর্ষে ছিল। ক্রিসের সঙ্গে জুটি হিসেবে অডিশনে হলিউডের আরও অনেক শীর্ষ অভিনেত্রীদের টপকে শেষে প্রিয়াঙ্কাই চলচ্চিত্রটির নায়িকা হলেন। ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজ দিয়ে প্রিয়াঙ্কা পাশ্চাত্যের দর্শক নির্মাতাদের দৃষ্টি আকর্ষণ করেন। এখন তিনি সিরিজের শেষ মৌসুমে কাজ করছেন। তার অভিনয়ে হলিউডের সা¤প্রতিক চলচ্চিত্রগুলো হল জিম পারসন আর ক্লেয়ার ডেনসের সঙ্গে ‘আ কিড লাইক জেক’ এবং ডোয়েন জনসনের সঙ্গে ‘বেওয়াচ’। এছাড়া রেবেল উইলসনের সঙ্গে তাকে কমেডি ফিল্ম ইজ’ন্ট ইট রোমান্টিক’-এও দেখা যাবে। বলিউডে তার সালমান খানের বিপরীতে পিরিয়ড ড্রামা ‘ভারত’-এ অভিনয় করার কথা ছিল। চলচ্চিত্রটির পরিচালক আলি আব্বাস জাফর জানিয়েছেন একটি বিশেষ কারণে প্রিয়াঙ্কা চলচ্চিত্রটি ছেড়ে দিয়েছেন। অনেকের ধারণা গায়ক নিক জোনাসের সঙ্গে সম্ভাব্য বাগদানের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ জে লিবারম্যানের গ্রাফিক নভেল অবলম্বনে ‘কাউবয় নিনজা ভাইকিং’ ফিল্মটি পরিচালনা করবেন মিশেল ম্যাকলারেন। বর্তমানে প্রিপডাকশন পর্যায়ের ফিল্মটি ২৮ জুন, ২০১৯ তারিখে মুক্তি পাবে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হলিউড


আরও
আরও পড়ুন