Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে অবস্থা কতোটা ভয়াবহ মানববন্ধনে শামসুজ্জামান দুদু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৮, ১:২৫ এএম

কোমলমতি শিক্ষর্থীরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে দেশের সার্বিক অবস্থা কতটা ভয়াবহ। দেশের এই ভয়াবহ পরিনতির জন্য প্রধানমন্ত্রীকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামজুজ্জামান দুদু। তিনি বলেন, প্রধানমন্ত্রী আপনার উচিত হবে এই ন্যায্য দাবিতে আন্দোলনরত শিশু-কিশোরদের কাছে ক্ষমা চাওয়া। আপনার শাসনকালে আপনি যে অন্যায়, অত্যাচার করেছেন মানুষের উপরে তার জন্য রাস্তায় নেমে শিশু কিশোরদের কাছে ক্ষমা চান। আপনার (প্রধানমন্ত্রীর) শাসন যে কতটা হাস্যকর কতটা নির্মম নিষ্ঠুর আপনি নিজেও জানেন না। মাহমুদুর রহমানের উপর হামলা এবং দেশের চলমান ছাত্রছাত্রীদের ন্যায়সংগত আন্দোলনে অব্যাহত হামলার প্রতিবাদে গতকাল (শনিবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আদর্শ নাগরিক আন্দোলন আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, আমরা গত ৭ দিন ধরে ছোট ছোট ছেলে মেয়েদের আন্দোলন করতে দেখছি, তারা রাস্তায় গাড়ি ধরে ধরে লাইসেন্স দেখছে। গাজীপুর, খুলনা, রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি নির্বাচনে পুলিশ না থেকে যদি এই শিশু-কিশোরা সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানাতো তা হলে সুষ্ঠু নির্বাচন হতো। আয়োজক সংগঠনের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি (জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিঙ্কন, ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভ‚ইয়া, জিনাফের সভাপতি লায়ন মিয়া মোহাম্মাদ আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শামসুজ্জামান দুদু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ