Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯, ০২ কার্তিক ১৪২৬, ১৭ সফর ১৪৪১ হিজরী

একক মাইম নিয়ে ফিরছেন নিথর মাহবুব

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

দীর্ঘদিন পর মঞ্চে ফিরছেন মূকাভিনয় শিল্পী নিথর মাহবুব। তিনি সর্বশেষ ২০১৭ সালের এক জানুয়ারি তিনি মাইম আর্ট এর আয়োজনে মূকাভিনয় করেছিলেন। ১৯ মাস পরে আগামী ৭ আগস্ট আবার তিনি একক মূকাভিনয় নিয়ে মঞ্চে উঠছেন। এবারে প্রদর্শনীতে দর্শকদের জন্য নতুন একটি একক খন্ড মূকাভিনয় নিয়ে হাজির হচ্ছেন তিনি। একক খন্ড মূকাভিনয় প্রদর্শণীর পাশাপাশি দলের কর্মীদেরও দলীয় মূকাভিনয়ও থাকছে। সবগুলো খন্ড মূকাভিনয় পরিবেশন হবে নিথর মাহবুব এর রচনা ও নির্দেশনায়। নিথর মাহবুব বলেন, বিভিন্ন ব্যস্ততায় মঞ্চে অভিনয় থেকে এতদিন দূরে ছিলাম। তাছাড়া শারীরিক ভাবেও ফিট ছিলাম না। ১০ কেজির উপরে ওজন বেড়ে যাওয়ায় পায়ের গোড়ালির ব্যাথায় ভুগছিলাম। ব্যায়াম এবং খাবার নিয়ন্ত্রণ করে শরীরের ওজন কিছুটা কমিয়েছি। মঞ্চে এখন অভিনয়ের চেয়ে লেখালেখি এবং পরিচালনার কাজটাই বেশি করতে চাই। মঞ্চের অভিনয়ে দীর্ঘ অনুপস্থিতি নাট্যাঙ্গনে আমার শুভাকাক্সক্ষী এবং ভক্তরা টের পেয়ে গেছে, সবার আবদারে আবার শুরু করতে বাধ্য হলাম। তারা মঞ্চের অভিনয়ে আমাকে নিয়মিত দেখতে চায়। তবে আমি গত ১৯ মাস শো না করলেও আমার দল মাইম আর্ট এর প্রদর্শণী থেমে থাকেনি। নিয়মিত দলের মহড়া কর্মশালা প্রদর্শনী এর সবই চলেছে, শুধু আমি মঞ্চে উঠিনি। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিথর মাহবুব
আরও পড়ুন