Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জুলাইয়ে ৫০ কোটি ৪৭ লাখ টাকার পণ্য জব্দ করে বিজিবি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত জুলাই মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৫০ কোটি ৪৭ লাখ ২৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান ও মাদক দ্রব্য জব্দ করে। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ২ লাখ ৩৭ হাজার ৭২৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ হাজার ৩০১ বোতল বিদেশী মদ, ৩শ’ লিটার চোলাই মদ, ৯৬৩ ক্যান বিয়ার, ২১ হাজার ৭২৬ বোতল ফেনসিডিল, ১ হাজার ১৪২ কেজি গাঁজা, ২ কেজি ৩শ’ গ্রাম হেরোইন, ১ লাখ ৪৭ হাজার ৩শ’ এ্যানেগ্রা/সেগ্রো ট্যাবলেট, ১৭হাজার ১৮০টি নেশাজাতীয় ইনজেকশন এবং ৩৮লাখ ২৮ হাজার ৩২০টি অন্যান্য ট্যাবলেট। জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ২ কেজি ৭১৭ গ্রাম স্বর্ণ, ৬ হাজার ৮৪৫টি শাড়ি, ১হাজার ৭২৮টি থ্রীপিস/শার্টপিস, ৬ হাজার ৬৯০ মিটার থান কাপড়, ২ হাজার ২২১টি তৈরী পোশাক, ২ হাজার ০২৮টি গাড়ীর যন্ত্রাংশ, ২টি পিকআপ, ২০টি ট্রাক, ১০টি সিএনজি চালিত অটোরিক্সা, ৯৯টি মোটর সাইকেল, ৩ হাজার ৪৪০ ঘনফুট কাঠ এবং ৮ হাজার ৯৪২ কেজি চা পাতা। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৩টি পিস্তল, ২টি এয়ার গান, ১২ রাউন্ড গুলি এবং ৪টি ম্যাগাজিন। বিজিবি’র অভিযানে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৫৬ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৮৬ জন বাংলাদেশী নাগরিককে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৩ জন ভারতীয় নাগরিককে আটকপূর্বক ২ জনকে বিএসএফ এর নিকট হস্তান্তর এবং ১১ জনকে থানায় সোপর্দ করা হয়েছে।-প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজিবি

১৯ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ