চকবাজারে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ৮০ ছাড়িয়েছে, অগ্নিদগ্ধদের প্রয়োজনীয় রক্ত দেবে কোয়ান্টাম

পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় আগুনে পোড়া দগ্ধ রোগীদের প্রয়োজনীয় রক্ত সরবরাহ করবে কোয়ান্টাম ফাউন্ডেশন। বৃহস্পতিবার
আজ বুধবার রাজধানীর গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় দায়ের করা মামলায় সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে বিচারক মজিবুর রহমান চার্জশিট গ্রহণ করেন। ২০১৬ সালের ১লা জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালায় জঙ্গিরা। এই ঘটনায় নিহত হন দেশি বিদেশী নাগরিকসহ ২০ জন এছাড়াও নিহত হন দুই পুলিশ সদস্য। সঙ্গে হামলাকারী ৫ জঙ্গিও নিহত হন। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। তবে এই চার্জশিটে নেই হাসনাত করিমের নাম।
তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের সাবেক শিক্ষক।
অভিযুক্ত ৮ আসামির মঝে কারাগারে রয়েছে ৬ জন। জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাকিবুল হাসান রিগান, রাশেদুল ইসলাম ওরফে র্যাশ, সোহেল মাহফুজ, মিজানুর রহমান ওরফে বড় মিজান এবং হাদিসুর রহমান সাগর। বাকি ২ জন শহীদুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ রিপন পলাতক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।