Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

টেকনাফ পৌরসভার ২০ কোটি টাকার বাজেট ঘোষণা

কক্সবাজার ব্যুরো : | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

টেকনাফ পৌরসভার ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছ। সংবাদ সম্মলনে ১৯ কোটি ৭৬ লক্ষ ২০ হাজার ১৭৭.৯৫ টাকা বাজেট ঘোষণা করেন মেয়র হাজী মুহাম্মদ ইসলাম।
প্রস্তাবিত এই বাজেটে রাজস্ব খাতে ৫ কোটি ১৬ লাখ ২০ হাজার ১৭৭.৯৫ টাকা, উন্নয়ন খাতে ১৪ কোটি ৬০ লক্ষ টাকা এবং সার্বিক বাজেট উদ্ধৃত্ত ১ কোটি ৫ লক্ষ ৫৬ হাজার ৪৫৯.৯৫ টাকা ধরা হয়েছে।
৬ আগস্ট বিকালে পৌরসভা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ২০১৮-২০১৯ অর্থ বছরের প্রস্তাবিত এবং ২০১৭-২০১৮ অর্থ বছরের সংশোধিত বাজেট ঘোষণা করেন।
বাজেট বক্তব্যে মেয়র বলেন, ‘আমি মেয়র নই, একজন সেবক। সকলের প্রচেষ্টায় পৌরসভাকে ‘এ’ গ্রেডে উন্নীত করব। আপনাদের সহযোগিতা ব্যতীত পৌরসভার উন্নয়ন আশা করা যায় না। বাজেট ঘোষণার আগে সকাল ১১টায় পৌর মিলনায়তনে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে প্রস্তাবিত ও সংশোধিত বাজেট পাস করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাজেট ঘোষণা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ