ইসলামে মেহনতি পশুর অধিকার

এক ইসলাম শুধুমাত্র শ্রমজীবী মানুষের অধিকারের কথা বলে শেষ করেনি বরং ইসলামী বিধান আল্লাহর সকল সৃষ্টজীবের
ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) আমাদেরকে খেতাব করলেন (খুতবাহ দিলেন): আল্লাহ তা’আলা তোমাদের উপর হজ্জ্ব ফরজ করেছেন। (একথা শুনে) আকরা বিন হাবিস দাঁড়িয়ে গেল আর বলল, প্রতি বছরই কি (ফরয) হে আল্লাহর রাসূল! তিনি (সা) বললেন- আম তা বললেই তোমাদের উপর ওয়াজিব হয়ে যেতো। হজ্জ্ব একবারই ফরয। আল যা বাড়তি করবে সেটা নফল হিসেবে পরিগণিত।
-আবু দাউদঃ ১৭২১; নাসায়ীঃ ২৬২০; ইবনে মাজাহঃ ২৮৮৬
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।