Inqilab Logo

ঢাকা, রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮, ০২ পৌষ ১৪২৫, ৮ রবিউস সানী ১৪৪০ হিজরী

বৃষ্টির বাধায় লর্ডস টেস্ট

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৮, ১২:০৬ এএম

 এর আগে ওলিয়ে পোপের কাছে বৃষ্টিকে নিশ্চয় এত বেরসিক মনে হয়নি। প্রথমবারের মত ইংল্যান্ডের ঐতিহ্যবাহী টেস্ট পোষাকে মাঠে নামার সুযোগ পেয়েছেন ২০ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটসম্যান। তাও আবার লর্ডসের মত ঐতিহাসিক মাঠে। সেটাই কিনা পন্ডু করে দিতে বসেছে বেরসিক বৃষ্টি। হ্যাঁ, গতকাল এই রিপোর্ট লেখা পর্যন্ত মাঠে গড়ায়নি ইংল্যান্ড ও ভারতের মধ্যকার লর্ডস টেস্ট। টসেই নামতে পারেননি দুই অধিনায়ক। পাঁচ দিনের ম্যাচ তাই চার দিনে নেমে আসা ছিল সময়ের ব্যাপার। ইংলিশ দলে পরিবর্তন দুটি। পানশালায় মারামরি করা মামলায় হাজিরা দিতে এই টেস্টে নেই বেন স্টোকস। ডেভিড মালানকেও বাদ দেয়া হয়েছে। তার পরিবর্তে কোন পেসারকে নিতে চাইলে ক্রিস ওকসকেই এগিয়ে রাখবেন অধিনায়ক জো রুট। আবার দুই স্পিন তত্তে¡ যেতে চাইলে এগিয়ে থাকবেন মইন আলি। বৃষ্টির বিবেচনায় ওকসই হয়ত এগিয়ে থাকবেন। এদিকে দিনেশ কার্তিকের পরিবর্তে বিরাট কোহলির দলে দেখা যেতে পারে ঋষব পন্তকে।

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।