Inqilab Logo

ঢাকা, রোববার, ২৪ মার্চ ২০১৯, ১০ চৈত্র ১৪২৫, ১৬ রজব ১৪৪০ হিজরী।

ঘুরে দাঁড়ানোতেই তৃপ্ত কোচ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

ওয়েস্ট ইন্ডিজে গিয়ে টেস্ট সিরিজে যা অবস্থা হয়েছিল, তাতে রঙিন পোশাকেও এর প্রভাব পড়া বিচিত্র ছিল না। বাংলাদেশ দলের দায়িত্ব নিয়ে প্রথম সফরেই বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয় কি না- সেই শঙ্কায় হয়ত কিছুটা ভড়কেই গিয়েছিলেন নতুন কোচ স্টিভ রোডস। কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ জিতে নিয়েছে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ। বিশেষ করে টি-টোয়েন্টিতে জেতা তো অবাক লেগেছে কোচের কাছেও।
টেস্ট মর্যাদা পাওয়ার পর সবচেয়ে বাজে টেস্ট সিরিজ এটিই। দুই ম্যাচেই শোচনীয় হার। অথচ ওয়ানডে গিয়ে তার ছাপ থাকেনি। দ্বিতীয় ওয়ানডেটা শুধু অদ্ভুত ভুলে হেরেছিল বাংলাদেশ। আগে-পরে বাকি দুই ম্যাচে দাপট দেখিয়েই জয়। সবচেয়ে কঠিন হতো টি-টোয়েন্টি। এই ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এমন ফল দেখে বিস্মিত হয়েছেন কোচও। গতকাল দলের সঙ্গে ঢাকা ফিরে পুরো সিরিজ নিয়ে নতুন কোচ দিয়েছেন প্রতিক্রিয়া। সেখানেই জানিয়েছেন, এক সিরিজের দলের দুই হাল যেন ভীষণ খরার পর এক পশলা বৃষ্টির মতো লেগেছে কোচের কাছে, ‘টেস্ট সিরিজটা আমাদের জন্য সহজ ছিল না। আমরা টেস্টের পারফর্মেন্সে যথেষ্ট হতাশ হয়েছি। তবে খুবই গর্ববোধ করছি দারুণ ভাবে ঘুরে দাঁড়াতে পেরে। ওয়ানডে সিরিজ জেতার প্রত্যাশা ছিল, সেটা অর্জন করতে পেরেছি। পরে টি-টুয়েন্টি সিরিজ জেতা তো অবাক করার মত ছিল।’
সাদা পোশাক আর রঙিন পোশাকের ফলের এই তফাত কেন তার ব্যাখ্যাও করেছেন কোচ। তার মতে পার্থক্য গড়ে দিয়েছে দুই দলের বোলিং, ‘টেস্ট ম্যাচের জন্য আমাদের কয়েকজন দ্রæত ও দীর্ঘদেহী বোলার খুঁজে বের করতে হবে, যারা উইকেটে জোরে আঘাত করে সুবিধা আদায় করে নিতে পারবে...যেমনটা উইন্ডিজ বোলাররা করে দেখিয়েছে।’

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেস্ট

১২ মার্চ, ২০১৯
২২ ফেব্রুয়ারি, ২০১৯
৬ ফেব্রুয়ারি, ২০১৯
২ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন