Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের মামলা

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালে গাড়ি ভাঙচুরের অভিযোগ এনে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার চকবাজার থানার কনস্টেবল সাদ্দাম হোসেন বাদী হয়ে নগরীর চকবাজার থানায় এ মামলাটি দায়ের করেন। মামলায় ৪০ জনসহ অজ্ঞাতনামা বিপুল সংখ্যক শিক্ষার্থীদের আসামি করা হয়েছে। এতে অভিযোগ করা হয়, গত শনিবার ও রোববার সমাবেশ চলাকালে নগরীর দামপাড়া ওয়াসা ভবনের সামনে কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ বাদী হয়ে মামলার ফলে চট্টগ্রামেও শিক্ষার্থীদের মধ্যে গ্রেফতার আতঙ্ক শুরু হয়েছে। উদ্বিগ্ন অভিভাবকেরাও।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ