Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মসজিদ ভাঙা স্থগিত

চীনে উইঘুরদের নিপীড়নে জাতিসংঘের উদ্বেগ প্রকাশ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

চীনের উত্তরাঞ্চলে স্থানীয় মুসলিমদের বিক্ষোভের মুখে একটি মসজিদ ভাঙা আপাতত স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। যথাযথ নিয়ম মেনে মসজিদটি তৈরি হয়নি দাবি করে নিনঝিয়া প্রদেশের উয়েইঝু গ্রান্ড মসজিদ নামের ওই মসজিদটি ভাঙার নোটিশ দিলে স্থানীয়রা বৃহস্পতিবার থেকে অবস্থান কর্মসূচি শুরু করে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শনিবারও সেখানে বিক্ষোভ অব্যাহত থাকায় মসজিদ ভাঙার কাজ শুরু করতে পারেনি কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বিক্ষোভকারীরা মসজিদের সামনে জড়ো হয়েছে। সেখানে পুলিশ সদস্যরা দাঙ্গা নিয়ন্ত্রণের সরঞ্জাম নিয়ে পাশে দাড়িয়ে রয়েছে। একটি ভিডিওতে শুক্রবার রাতের নামাজের আগে চীনা পতাকা হাতে মসজিদের সিড়ি ও কম্পাউন্ড এলাকায় শান্তিপূর্ণভাবে বিক্ষোভকারীদের বসে থাকতে দেখা যায়। মা নামে স্থানীয় এক রেস্টুরেন্ট ব্যবসায়ী বলেন, ‘সরকার মসজিদ ভবনটিকে অবৈধ বলছে, কিন্তু সেটা ঠিক না। মসজিদটির কয়েক শত বছরের ইতিহাস রয়েছে।’ শনিবার দুপুর নাগাদ স্থানীয় এক কর্মকর্তা বিক্ষোভকারীদের উদ্দেশে একটি সরকারি নথি পড়ে শোনান। তাতে বলা হয় সরকার মসজিদটি আপাতত ভেঙে ফেলা থেকে বিরত থাকবে। এরপরই বিক্ষোভে অংশ নেওয়া অনেকেই ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা বলেন, বিক্ষোভকারীদের সমর্থন জানাতে খাবার সঙ্গে নিয়ে চীনের অন্যান্য মুসলিম অঞ্চল থেকে কয়েকশো কিলোমিটার পাড়ি দিয়ে উয়েইঝু এলাকায় সমবেত হয়। তবে ওই এলাকায় বাইরের কোনও বাসিন্দাকে ঢুকতে দিচ্ছে না চীনের নিরাপত্তা কর্মীরা। ওই এলাকায় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট ও ফোর-জি মোবাইল ফোন। তবে মাত্র ১৪ কিলোমিটার দূরে উয়েইঝুর অন্য এলাকার বাসিন্দারা মোবাইল ফোন ব্যবহার করতে পারছেন। অপরদিকে, জাতিসংঘের একটি মানবাধিকার প্যানেল বলছে, তারা এমন অনেক বিশ্বাসযোগ্য প্রতিবেদন হাতে পেয়েছে, যাতে প্রমাণিত হয় চীন ১০ লাখ উইঘুর উপজাতিকে নিপীড়নমূলক পরিস্থিতিতে রেখেছে। তাদের গোপনীয়তায় ঘেরা বিশাল বন্দিশিবিরে আটকে রেখেছে। বর্ণবৈষম্য দূরীকরণে জাতিসংঘ কমিটির এক সদস্য গেই ম্যাকডগাল বলেন, অন্তত ২০ লাখ উইঘুর ও সংখ্যালঘু মুসলিমকে ‘রাজনৈতিক মতাদর্শে উদ্বুদ্ধকরণের জন্য’ বিভিন্ন শিবিরে রাখা হয়েছে। মূলত চীনের পশ্চিমাঞ্চলীয় স্বায়ত্তশাসিত প্রদেশ জিনজিয়াংয়েই বেশির ভাগ উইঘুর ও সংখ্যালঘু মুসলিমের অবস্থান। এএফপি জানিয়েছে, শনিবার রাতে ওই এলাকায় অল্প কয়েকজন বিক্ষোভকারীর অবস্থান ও পুলিশি টহল অব্যাহত থাকলেও আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে। নিনঝিয়া প্রদেশের উয়েইঝু এলাকায় আদিবাসী হুই স¤প্রদায়ের মুসলিমদের বাস। চীনে প্রায় ২ কোটি ৩০ লাখ মুসলমানের বাস। এএফপি, রয়টার্স।



 

Show all comments
  • monir ১৩ আগস্ট, ২০১৮, ৫:৫৭ এএম says : 0
    ইনকিলাবের আন্তর্জাতিক খবর গুলি খুবি ভাল লাগে।তাই আমি ইনকিলাবের সাফল্য কামনা করি। মনির হোসেন মালদ্বীপ থেকে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মসজিদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ