Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভারতের কোনো নাগরিককেই দেশছাড়া করা হবে না

উদ্দেশ্য যাই হোক পিটিয়ে মানুষ মারা অপরাধ : মোদি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

ভারতের কোনো নাগরিককেই দেশছাড়া করা হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসামে নাগরিকত্বের তালিকায় ৪০ লাখ বাঙালি বাদ পড়লেও, আইন অনুযায়ী প্রত্যেক ব্যক্তিই তার পরিচয় শনাক্ত করার সুযোগ পাবেন বলে আশ্বস্ত করেন মোদী। দেশটির গণমাধ্যম এএনআইকে দেয়া সাক্ষাৎকারে মোদী বিষয়টি নিয়ে কথা বলেন। এ সময় তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনাও করেন। মমতার গৃহযুদ্ধের মন্তব্য আস্থাহীনতা এবং জাতীয় বন্ধন বিনষ্ট করার শামিল বলেও মত দেন মোদী। ভারতের প্রধানমন্ত্রী আরো বলেছেন, উদ্দেশ্য যাই হোক না কেন, আমি স্পষ্ট করে বলতে চাই পিটিয়ে মানুষ হত্যা একটি অপরাধ। সহিংসতা সংঘটনের জন্য যেকোনো পরিস্থিতি কোনও ব্যক্তি আইন তার হাতে তুলে নিতে পারেন না। সা¤প্রতিক সময়ে ভারতে গোহত্যার অভিযোগে পিটিয়ে মানুষ মারার ঘটনার মধ্যেই এমন মন্তব্য করেছেন মোদি। ভারতের প্রভাবশালী দৈনিক টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে মোদি বলেন, এটা খুবই দুঃখজনক যে আমরা এখনও এ ধরনের ঘটনার খবর পাচ্ছি। দেশে যদি এ ধরনের একটি ঘটনাও ঘটে, তাহলে তা দুঃখজনক এবং প্রবলভাবে এটির নিন্দা জানাতে হবে। তিনি বলেন, আমার সরকার আইনের শাসন, জীবন রক্ষা এবং প্রত্যেক নাগরিকের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। প্রধানমন্ত্রী মোদি বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে নিরপরাধ নাগরিকদের রক্ষায় জনতার সহিংসতা ও পিটুনি বন্ধে রাজ্য সরকারগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একইসঙ্গে এ ধরনের সহিংসতা সংঘটনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আমি আরও মনে করি এ ধরনের সহিংসতার বিরুদ্ধে লড়াইয়ে সমাজ, জনগণ, সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলগুলোর দায়িত্ব রয়েছে। গণপিটুনির মতো সহিংসতা বন্ধে তার সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করেছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই কমিটির সুপারিশ বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কয়েকজন মন্ত্রীর সমন্বয়ে একটি গ্রুপও গঠন করা হয়েছে। এই সাক্ষাৎকারে নরেন্দ্র মোদি ভারতের অর্থনৈতিক অবস্থা, তার সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট, আসামের জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি), পাকিস্তানের নতুন সরকার এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। টাইমস অব ইন্ডিয়া, এএনআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাগরিক

১৫ জুন, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ