Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অটিস্টিক শিশুদের নিয়ে মোশাররফ করিমের নাটক

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম | আপডেট : ১২:০৫ এএম, ১৩ আগস্ট, ২০১৮

অটিস্টিক শিশুদের জীবনের গল্প নিয়ে নিজ প্রডাকশন হাউস থেকে নাটক নির্মাণ করছেন অভিনেতা মোশাররফ করিম। নানা প্রতিবদ্ধকতার মধ্য দিয়ে এগিয়ে যেতে হয় অটিস্টিক শিশুদের। একটু আদর আর সহযোগিতা পেলে তারাও অনেক কিছু করতে পারে। নিজেদের প্রামাণ করার সুযোগ পেলে অন্য দশজন স্বাভাবিক মানুষের মতোই জীবনযাপন করতে পারে তারা। এই বিশেষ মানুষগুলোর জন্যই নাটক নির্মাণ করছেন মোশাররফ করিম। নাটকটির নাম আস্থা। নাটকটি রচনা করেছেন ও পরিচালনা করছেন জিয়াউর রহমান জিয়া। নাটকটিতে মোশাররফ করিম নিজে অভিনয় করছেন। এখানে তার বিপরীতে অভিনয় করছেন তার স্ত্রী অভিনেত্রী জুঁই। শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেছেন পৌষাল। এই নাটকে মোশাররফ করিমকে দেখা যাবে একজন অটিস্টিক বাবার চরিত্রে। মোশাররফ করিম বলেন, টিভি চ্যানেলগুলোর ঈদ আয়োজনে কমেডি নির্ভর নাটক বেশি দেখা যায়। তবে এর বাইরেও ভিন্ন ধরণের গল্পের নাটকও থাকে। আমি এমনই একটি গল্প নিয়ে হাজির হতে চেয়েছি। এই নাটকটিতে দর্শকমনে এক অন্যরকম অনুভ‚তি তৈরি হবে। নির্মাতা জিয়াউর রহমান জিয়া বলেন, অটিস্টিকদের পাশ দাঁড়ানো, তাদের সহযোগিতা করা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। এমন সুন্দর একটি গল্প নিয়ে কাজ করতে পেরে অনেক ভালো লাগছে। একজন মানুষও যদি আমাদের নাটকটি দেখে সচেতন হন, আমাদের পরিশ্রম সার্থক হবে। ঈদের অনুষ্ঠানমালায় কোনো একটি চ্যানেলে প্রচার হবে নাটকটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ