Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ছাত্রদল নেতা রাজু হত্যায় ৩৫ জনকে আসামি করে মামলা

সিলেট অফিস | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৮, ১২:০০ পিএম

সিলেটে মেয়র আরিফুল হকের বিজয় মিছিল শেষে হামলায় নিহত ছাত্রদল নেতা ফয়জুল হক রাজু হত্যার ঘটনায় ৩৫ ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
গতকাল সোমবার দিনগত রাতে নিহতের চাচা দবির চৌধুরী বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি মো. মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব চৌধুরী ও বর্তমান কমিটির সভাপতি আলতাফ হোসেন সুমন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারসহ ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামি করা হয়েছে।
গত ১১ আগস্ট রাত ৯টায় নগরীর কুমারপাড়ায় নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর বিজয় মিছিল শেষে ছাত্রদলের কমিটি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ নতুন কমিটির কতিপয় ক্যাডারদের হামলায় গুরুতর আহত হন রাজুসহ তিন ছাত্রদল কর্মী। তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে অস্ত্রোপচারকালে রাজু মারা যান। আহত জাকির হোসেন উজ্জল ও সালাহ লিটন হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত ছাত্রদল নেতা রাজু উপশহর এ-ব্লকের ৯নং রোডের ১২ নং বাসার বাসিন্দা ফজর আলীর ছেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ