Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

রোহিঙ্গা হত্যা সভ্য জাতির আচরণ নয় : মাহাথির

এটা স্বীকার করে নিন, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের মেনে নিতে হবে, কারণ তারা তাদের নাগরিক কারণ সেখানে তারা বহু প্রজন্ম ধরে বাস করে আসছে। রোহিঙ্গা মুসলিমদের প্রতি মিয়ানমারের আচরণের কড়া সমালোচনা করে তিনি বলেন, মিয়ানমারের নেতা অং সান সু চি তাদের বিরুদ্ধে নির্যাতন বন্ধ করতে ব্যর্থ হওয়ায় তিনি খুবই হতাশ হয়েছেন। মাহাথির মোহাম্মদ বলেন, তারা হত্যা এবং ব্যাপকভাবে হত্যাকাÐের মতো কাজ করেছে যা প্রবলভাবে অন্যায়। এটি কোনও সভ্য জাতির আচরণ নয়। বার্তা সংস্থা এপিকে দেয়া এক সাক্ষাৎকারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের গ্রহণ করতে হবে। তারা বংশ পরম্পরায় দেশটিতে বসবাস করছেন। তারা সেখানকার নাগরিক। তাদের নাগরিকত্ব স্বীকার করে নেন। এসময় রোহিঙ্গা মুসলিমদের ব্যাপারে মিয়ানমারের নেত্রী অং সান সুচির ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বিশ্বের সবচেয়ে বয়সী প্রধানমন্ত্রী মাহাথির। মাহাথির বলেন, সুচি রোহিঙ্গাদের ওপর নিপীড়ন বন্ধে ব্যর্থ হওয়ায় তিনি ‘খুব হতাশ’ হয়েছেন। সোমবার মাহাথির মোহাম্মদ তার সাক্ষাৎকারে মালয়েশিয়া অর্থনীতি, সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিচার, মধ্যপ্রাচ্য ইস্যু, বিতর্কিত দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক উপস্থিতি এবং তার বিরুদ্ধে ওঠা অ্যান্টি-সেমিটিক অভিযোগসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এপি, এএসএম।



 

Show all comments
  • Tarek Aziz ১৬ আগস্ট, ২০১৮, ২:৫২ পিএম says : 0
    R8
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ