Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ট্রাম্প টাওয়ারের বিরুদ্ধে মামলা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

পরিবেশ আইন ভাঙার দায়ে শিকাগোর ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড টাওয়ার কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছেন ইলিনয়ের অ্যাটর্নি জেনারেল লিসা মাডিগান। তার দাবি, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই প্রতিষ্ঠানটি শিকাগো নদী থেকে লাখ লাখ গ্যালন পানি টেনে নিচ্ছে ও ব্যবহারের পর ছেড়ে দিচ্ছে। এতে নদীর মাছের ওপর কী প্রভাব পড়বে তা নিয়ে চিন্তা-ভাবনা করেনি প্রতিষ্ঠানটি। তবে ট্রাম্পের প্রতিষ্ঠানের দাবি, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাগ্রহণের পর তার ব্যবসার ভার দুই ছেলের হাতে ছেড়ে দেন। তবে ট্রাম্প অর্গানাইজেশনে ডোনাল্ড ট্রাম্পের সব শেয়ার এখনও বজায় রয়েছে। বর্তমানে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলসহ বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলাকে কেন্দ্র করে জটিলতার মধ্যে আছেন ট্রাম্প। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ