Inqilab Logo

ঢাকা বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০, ১৮ অগ্রহায়ণ ১৪২৭, ১৭ রবিউস সানি ১৪৪২ হিজরী

সুন্দরবনে বন্দুকযুদ্ধে দস্যু নিহত অপহৃত ২৩ জেলে উদ্ধার

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদুস্য আল-আমিন বাহিনীর সদস্যদের সাথে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) এর বন্দুকযুদ্ধে বাবু নামে এক দস্যু নিহত হয়েছে। এ সময় জিম্মি ২৩ জেলে, সাতটি জেলে নৌকা ও অস্ত্র-গোলাবারুদ উদ্ধার হয়েছে। গতকাল বুধবার সুন্দরবনের কয়রা অংশের শিবসা নদীর মার্কি খালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র‌্যাব-৬ এর অপরেশন অফিসার লে. কমান্ডার জাহিদ জানান, র‌্যাবের একটি দল বুধবার ভোরে মার্কি খালে বনদস্যু আল-আমিন বাহিনীর হাতে জিম্মি জেলেদের উদ্ধারে অভিযান শুরু করে। এ সময় বন্দুকযুদ্ধে অপহৃত ২৩ জেলে ও বেশ কিছু অস্ত্র-গোলাবারুদ উদ্ধার এবং বাবু নামে এক দুস্য নিহত হয়েছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ