Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

করমর্দনে অস্বীকার করায় মুসলিম দম্পতি পায়নি সুইস নাগরিকত্ব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে করমর্দন করতে অস্বীকার করায় সুইজারল্যান্ডে এক মুসলিম দম্পতির নাগরিকত্বের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। দেশটির লুজিনের পৌরসভা কর্তৃপক্ষ জানায়, লিঙ্গ সমতার প্রতি সম্মান প্রদর্শনের ক্ষেত্রে অনীহা থাকায় তাদের নাগরিকত্ব দেয়া হয়নি। লুজিনের মেয়র গ্রেগয়র জুনোদ বলেন, তারা নাগরিকত্ব পাওয়ার বৈশিষ্ট্য ধারণ করেন কিনা তা জানতে কয়েক মাস আগে পৌরসভা কর্তৃপক্ষ তাদের সাক্ষাৎকার নিয়েছিল। কিন্তু এ দম্পতি এখনো সততার সীমায় পৌঁছাতে পারেননি। তাই তাদের নাগরিকত্বের আবেদন নাকচ করে দেয়া হয়েছে। তিনি ওই দম্পতির জাতীয়তা ও অন্যান্য পরিচয় প্রকাশ করতে অস্বীকার জানিয়েছেন। কিন্তু তিনি শুধু বলেন, তারা বিপরীত লিঙ্গের লোকজনের সঙ্গে করমর্দন করতে চায়নি। জেরা করার সময় তাদের যখন জিজ্ঞাসা করা হয়, বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে করমর্দনে রাজি আছে কিনা, এর জবাব দিতে তারা বেশ গড়িমসি করেছেন। দম্পতিকে জিজ্ঞাসাবাদের সময় ভাইস-মেয়র পিয়ারি অ্যান্তনি হিলব্রান্ডও ছিলেন। তিনি বলেন, তাদের নাগরিকত্বের আবেদন প্রত্যাখ্যানের সিদ্ধান্তে আমি খুবই সন্তুষ্ট। অজ্ঞতাকে ছাপিয়ে সংবিধানে নারী-পুরুষের সম অধিকারের কথা বলা হয়েছে। গার্ডিয়ান অনলাইন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানুষ

২৭ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ