Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফেনীতে গরুর ট্রাকের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের ৬ যাত্রী নিহত

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৮, ১০:৫৩ এএম

ফনীতে গরুবাহী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন। সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রবাসী এক স্বজনকে আনতে লক্ষীপুর থেকে মাইক্রেবাসযোগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিলেন তারা। মাইক্রোবাসটি মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকায় পৌঁছালে ইউটার্ন নেয়ার সময় গরুবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লেগে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ শিশু, ৩ নারীসহ ৬ জন নিহত হন। আহত হন অন্তত ৭ জন।

নিহতদের মধ্যে মাইক্রোবাস চালক শরিফ রহমানের (৪২) নাম জানা গেলেও এ রিপোট লেখা প্রর্যন্ত বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি। শরিফ লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার চরমোহনা গ্রামের সিরাজ মোল্লার ছেলে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আধুনিক ফেনী সদর হাসপতালে পাঠান। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করতে পারলেও চালককে আটক করতে পারেনি পুলিশ।

ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অসীম কুমার সাহা বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে আনা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ইনচার্জ আবদুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্ত ট্রাক ও মাইক্রোবাস সরিয়ে ফেলা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ