Inqilab Logo

ঢাকা, বুধবার, ২১ নভেম্বর ২০১৮, ০৭ অগ্রহায়ণ ১৪২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪০ হিজরী

নোয়াখালীর চাটখিলে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৮, ৬:৪৩ পিএম

চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়ন থেকে নিখোঁজ মো. শাকিল (১৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর দেড়টার দিকে খিলপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের একটি পরিত্যাক্ত ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মো. শাকিল ওই গ্রামের বদিউজ্জামানের ছেলে। সে স্থানীয় ওহাব তৈয়বা মেমোরিয়াল হাসপাতালে চাকরি করতো।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে ঘর থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল শাকিল। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে সোমবার দুপুরে তাদের ঘরের পাশের একটি পরিত্যাক্ত ঘর থেকে গন্ধ বের হলে বাড়ীর লোকজন গিয়ে ঝুলন্ত অবস্থায় শাকিলের লাশ দেখতে পায়। নিহতের বাবা বদিউ জামাল জানান, এরআগেও মাঝে মাঝে কাউকে কোন কিছু না বলে বিভিন্ন স্থানে চলে যেত শাকিল। তবে কি কারণে বা কোথায় যেত তা কাউকে বলতো না।

চাটখিল থানার ওসি ইমাউল হক জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে বুঝা যাচ্ছে সে আত্মহত্যা করেছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

এ সংক্রান্ত আরও খবর