ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সম্মেলনে এমডি
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর (এমডি) ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম বলেছেন, ইসলামী ব্যাংক আজ গণমানুষের ব্যাংক ও জাতীয় সম্পদে পরিণত হয়েছে।
রাউজান থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জালনোট সহ ২ যুবককে গ্রেপ্তার করেছে। সোমবার দুপুরে রাউজান পৌর সদরের শাহনগর সড়ক থেকে জাল নোট সহ দুজনকে আটক করা হয়। অভিযানে নেতৃত্বদানকারী থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক তরুন চাকমা জানান, গোপনে খবর পেয়ে সোমবার দুপুর ১২ টার দিকে শাহনগর সড়কে সঙ্গীয় ফোর্স নিয়ে অবস্থান নিই। আটককৃতরা মোটরসাইকেলযোগে আসার পথে তাদের চ্যালেঞ্জ করে তল্লাশি চালালে প্রথমে মানিব্যাগে ১টি একহাজার টাকার জালনোট, পরে তাদের স্বীকারোক্তিতে ইউএনও স্যারের সি সি ক্যামরার সাহায্য নিয়ে ধানী জমিতে ফেলে দেওয়া সিগারেটের প্যাকেটের ভিতর থেকে আরো ৫টি হাজারী জালনোট উদ্ধার করি। আটককৃতরা হলেন রাউজান পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাপলাঙ্গা গ্রামের মৃত ওমরা মিয়ার পুত্র সোহেল (২৫) ও হলদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের এয়াছিন্নগর গ্রামের আবু তালুকদার বাড়ীর মৃত ইউনুছ মিয়ার ছেলে জয়নাল আবেদীন (২৬)। রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ জানান, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।