Inqilab Logo

ঢাকা, শুক্রবার ২৬ এপ্রিল ২০১৯, ১৩ বৈশাখ ১৪২৬, ১৯ শাবান ১৪৪০ হিজরী।

জলরং

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

এটিএন বাংলায় ঈদের তৃতীয় দিন রাত ৮.৩০ মিনিটে প্রচার হবে ঈদের নাটক ‘জলরং’। সারওয়ার রেজা জিমির সংলাপ ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। অভিনয়ে জোভান, তানজিন তিশা, হিন্দোল রয়, শহিদুল­াহ সবুজ, রফিক সহ আরো অনেকে।
তুষার জেলা শহরের কলেজে প্রথম বর্ষে পড়ে। কিন্তু পড়াশোনার চেয়ে দলবেঁধে বাঁদরামি করে বেড়ানোতেই তার উৎসাহ বেশি। এই নিয়ে বিস্তর ঝামেলাও লেগে থাকে বাসায়। একদিন রাজশাহী থেকে বাবার সঙ্গে বদলি হয়ে এলো এক মেয়ে, বদলে দিলো তুষারের জীবনও। মুনিয়া ভর্তি হলো একই কলেজে। কিন্তু ভালো লাগার কথা মুনিয়াকে বলা সম্ভব হয় না তুষারের। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদ অনুষ্ঠান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ